বটিয়াঘাটায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় যুবক জখম
দ. প্রতিবেদক
জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে বটিয়াঘাটার বৃত্তিখলসিবুনিয়া গ্রামে সুজন রায় (৩২) নামে একজনকে পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এঘটনায় ১৬ জুন বটিয়াঘাটা থানায় মামলা (যার নং ১৩) দায়ের করেছেন ভুক্তভোগীর বোন চন্দনা রায়। আসামীরা হলেন- বটিয়াঘাটা বৃত্তিখলসিবুনিয়া গ্রামের পবিত্র রায় (৫০), অনিমা রায় (৩৫), বিকাশ রায় (৫৬), গোকুল রায় (৪৭), প্রভাতী রায় (৪৩), দেবী রায় (৫০)।
মামলার বিবরণীতে জানা গেছে, বসত বাড়ীর সম্পত্তি নিয়ে আসামীদের সাথে বটিয়াঘাটা থানাধীন বৃত্তিখলসিবুনিয়া গ্রামের দুলাল রায়ের পূর্ব বিরোধ রয়েছে। এরই সূত্র ধরে ৭ জুন সকাল ৯টায় বটিয়াঘাটা থানাধীন বৃত্তিখলসিবুনিয়া গ্রামে দুলাল রায়ের নিজ বসতবাড়িতে অনধিকার প্রবেশ করেন আসামিরা। এসময় দুলাল রায়ের ছোট সুজন রায় প্রতিবাদ করলে আসামীরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে, এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
একপর্যায়ে আসামীরা তার ওপর অতর্কিতভাবে আক্রমন করেন। এসময় লোহার রডের আঘাতে মেরুদণ্ডের হাড় ভেঙ্গে রক্তাক্ত জখম হয়। এমনকি আসামীরা তার অণ্ডকোষ চেপে ধরে। এরপর বুক পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এই সুযোগে আসামীরা ঘরে ঢুকে নগত ২০ হাজার টাকা লুন্ঠনসহ ঘরের মালামাল ভাংচুর করে ২৫ হাজার টাকার ক্ষতি সাধন করেন। গুরুতর আহত অবস্থায় সুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
বটিয়াঘাটার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জালাল জানান, এ ঘটনায় আমরা মামলা নিয়েছি। ঘটনার তদন্ত চলছে, সেই সাথে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়