December 21, 2024
আঞ্চলিক

বটিয়াঘাটায় পূর্ব শত্র“তার জের ধরে সংঘর্ষ : আহত ২

 

বটিয়াঘাটা প্রতিনিধি

পূর্ব শত্রæতার জের ধরে বটিয়াঘাটা উপজেলার হেতালবুনিয়া খৈয়াতলা এলাকায় গতকাল  শনিবার বেলা ১২ টায় উভয় পক্ষের হামলায় গুরুচাঁদ রায় (২৪) ও দীপ্ত বাছাড় (২৮) গুরুতর জখম হয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  হয়েছে।  তবে গুরুচাঁদের অবস্থা আশাংঙ্খা জনক বলে জানা গেছে।

সূত্রে প্রকাশ, হাটবাটি এলেকার কৃষ্ণপদ রায়ের পুত্র গুরুচাঁদ রায় ও একই এলাকার দীপক বাছাড়ের পুত্র দিপ্ত বাছাড় এর মধ্যে বেশ কিছুদিন ধরে গোলযোগ চলে আসছিল ।  ঘটনার সময়ে  এ নিয়ে উভয় পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয়পক্ষে গুরুচাঁদ ও দিপ্ত বাছাড় রক্তাক্ত জখম হয়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

খবর পেয়ে থানা পুলিশের এসআই আহম্মেদ কবীরের নেতৃত্বে এসআই সুপ্রভাত, এসআই প্রকাশসহ অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হাজির হয়। এর মধ্যে গুরুচাঁদের অবস্থা আশাংঙ্খা জনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে স্থানন্তর করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন পক্ষের থেকে মামলা দায়ের হয়নি।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *