বটিয়াঘাটায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের যোগদান
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মোঃ নজরুল ইসলাম গতকাল রবিবার বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। বিদায়ী নির্বাহী কর্মকর্তা আহমেদ জিয়াউর রহমান খুলনা পরিবেশ অধিদপ্তরে পদোন্নতিজনিত কারণে ঐ দিনই দায়িত্ব অর্পন করে অবমুক্ত হয়েছেন।
সদ্য যোগদানকারী নির্বাহী কর্মকর্তা ৩০ তম বিসিএস এর ক্যাডার হিসেবে বগুড়া ডিসি অফিসে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে রাজশাহী বিভাগীয় কমিশনারের পি এস এবং মানিকগঞ্জ সাটুরিয়া এসিল্যান্ড এবং ধানমন্ডি ঢাকায় এসিল্যান্ড হিসেবে দ্বায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ঢাকা পিএসসিতে পদোন্নতি পেয়ে উপ-পরিচালক হিসেবে কর্মরত থাকা কালীন এ উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি গতকাল যোগদান করেন। মোঃ নজরুল ইসলাম যশোর পৌরসভা সদরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।