বটিয়াঘাটায় নকল নবীস সমিতির সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
সারাদেশের ন্যায় নকল নবীস সমিতির বটিয়াঘাটা শাখার আয়োজনে গতকাল রবিবার বেলা ২টায় স্থানীয় সাব-রেজিষ্ট্রি অফিস চত্বরে ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর ঘোষণা ও ১৯৮৪ সালে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সমার্থনে রাজস্বখাতে অর্ন্তভুক্ত করার দাবিতে এক মানববন্ধন কর্মসূচি সমিতির সভাপতি প্রসাদ মল্লিকের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়।
সমিতির সাধারণ সম্পাদক কালিঠাকুর ঢালীর সঞ্চলনায় কর্মসূচীতে বক্তব্য রাখেন সহ-সভাপতি অরিন্দম মন্ডল, সহ-সম্পাদক মোঃ আল আমিন হাওলাদার, কোষাধ্যক্ষ গোবিন্দ রায়, সাংগঠনিক সম্পাদক হীরক রায় দপ্তর সম্পাদক লিয়াকত আলী, প্রচার সম্পাদিকা বিউটি মহালদার।
উপস্থিত ছিলেন শিবপদ মন্ডল, মোঃ নুরুল ইসলাম, ঠাকুরদাস মন্ডল, কিশোর গাইন, সোহানী আক্তার আদুরি, তরিকুল ইসলাম, মহিদুল ইসলাম, সরুপ মন্ডল, মিশ্র রায়, অনুপ রায়, লাবন্য মন্ডল, দিপু রায়, রুপা টিকাদার, নীপা প্রমূখ।