December 22, 2024
আঞ্চলিক

বটিয়াঘাটায় দেড় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেফতার ১

দ: প্রতিবেদক

বটিয়াঘাটা উপজেলার নারায়ণপুরের গোপাল বিড়ি ফ্যাক্টরির সুপারভাইজার জলিল শেখের ওপর হামলা চালিয়ে দেড় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় নারায়ণপুরের মহেন্দ্র মাতুব্বরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতে জলিল শেখের ছেলে মো. রাজু শেখ বাদী হয়ে বটিয়াঘাটা থানায় মামলা করেন।

ওই মামলার পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার বটিয়াঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রকাশ বলেন, মামলার পর রাত ১টার দিকে ১ নম্বর আসামি মিঠুন শেখকে আমিরপুর ইউনিয়নের নারায়রণপুরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে। জলিল শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মামলার বিবরণ থেকে জানা যায়, বটিয়াঘাটা থানাধীন নারায়ণপুর গ্রামের গোপাল বিড়ি ফ্যাক্টরির সুপারভাইজার জলিল শেখ বিভিন্ন এজেন্টের কাছ থেকে ফ্যাক্টরির দেড় লাখ টাকা সংগ্রহ করে খুলনায় যাওয়ার জন্য আব্দুর রউফকে নিয়ে মোটরসাইকেলে রওয়ানা হন। পথে নারায়ণপুরের মহেন্দ্র মাতুব্বরের বাড়ির সামনে পৌঁছালে মিঠুন শেখ, ফিরোজ শেখ, রমজান গাইন ও জনি ফকির চলন্ত মটরসাইকেলে বাঁশ দিয়ে বারি মারে। জলিল ও আব্দুর রউফ মাটিতে পড়ে গেলে আসামিরা জলিলকে আঘাত করে পকেটে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *