January 22, 2025
আঞ্চলিক

বটিয়াঘাটায় দলিত জনগোষ্ঠীর উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

স্বেচ্ছাসেবী সংস্থা শারি, লোকজ, হিউম্যানিটিওয়াচ ও বাংলাদেশ দলিত এন্ড মাইনরিটি হিউম্যান রাইটস মিডিয়া ডিফেন্ডার ফোরামের যৌথ আয়োজনে দলিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্তকরণে রাষ্ট্রের করণীয় শীর্ষক এক নাগরিক সংলাপ বটিয়াঘাটায় অনুষ্ঠিত। লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সংলাপে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইসচেয়ারম্যান চপলা মন্ডল বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোরঞ্জন মণ্ডল, শারির প্রকল্প সমন্বয়কারী রঞ্জন বকসী নুপু, হিউম্যানিটিওয়াচের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম, মনোরঞ্জন মণ্ডল, মনোরঞ্জন অধিকারী, পঞ্চান্নন মণ্ডল, রবীন্দ্র নাথ মণ্ডল, প্রল্লাদ জোদ্দার, রিংটন মণ্ডল, দিপ্তী রায়, লোকমান হোসেন, তুষার দাশ, মিলন দাস এবং জয়দেব দাসসহ সংলাপে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশা এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা দলিত স¤প্রদায়ের মানবেতর জীবনাবস্থা ও এই পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নয়নে রাষ্ট্রীয় করণীয় বিষয়ে আলোচনা করেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *