December 21, 2024
আঞ্চলিক

বটিয়াঘাটায় তিন আসামীকে কারাগারে প্রেরণ

বটিয়াঘাটা অফিস

বটিয়াঘাটায় মাদক, নারী নির্যাতন ও সিআর পৃথক পৃথক মামলায় থানা পুলিশ ৩ আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, বটিয়াঘাটা উপজেলার ভাদাইলবুনিয়া গ্রামের শিবপদ রায়ের পুত্র বিভাষ রায় (৩২) কে ৭ গ্রাম গাঁজা সহ বিরাট গ্রামের রণজিতেরহুলা রাস্তার পাশ থেকে গতকাল গভীর রাতে ভান্ডারকোট পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঙ্গীয় ফোর্স সহ তাকে হাতে নাতে আটক করে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় ৬ নং মামলা রুজু হয়েছে। অপর এক অভিযানে নারী ও শিশু নির্যাতন সিআর ৩২৭/১৭ নং মামলার পালাতক আসামী বিরাট গ্রামের মোশারফ গাজীর পুত্র মাছুম গাজী (২৮) কে গ্রেফতার করে। অন্য এক অভিযানে উপজেলার সুন্দরমহল গ্রামের সিআর ৫০৮/১৮ নং মামলার পালাতক আসামী মৃত সলেমান বিশ্বাসের পুত্র সোরহাব বিশ্বাস(৪০) কে বারআড়িয়া ক্যাম্প পুলিশের সদস্যরা আটক করে। ধৃত ৩ আসামীকে বৃহস্পতিবার সকালে থানা পুলিশ আদালতের মাধ্যমে জেলাহাজতে প্রেরণ করে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *