বটিয়াঘাটায় তথ্য প্রযুক্তিলীগ’র আলোচনা সভা অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তিলীগ জেলা শাখার আয়োজনে ও লিগ্যাল ইউনিটি হিউম্যান এ্যান্ড রাইটস এর সহযোগীতায় মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদকে না বলুন এবং নৈতিক শিক্ষার উপর এক আলোচনা সভা গত শনিবার বেলা ১১টায় বটিয়াঘাটার বিশ্ব মুক্তিবানী সংস্থার সম্মেলন কক্ষে জেলা তথ্য-প্রযুক্তিলীগের সভাপতি এড. শফিউল আলম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন তথ্য প্রযুক্তিলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও লিগ্যাল ইউনিটি হিউম্যান এ্যান্ড রাইটস সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, লিগ্যাল ইউনিটি হিউম্যান এ্যান্ড রাইটসের সভাপতি ও সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন, লিগ্যাল ইউনিটি হিউম্যান রাইটসের মহানগর শাখার নিবার্হী সভাপতি ও তথ্য প্রযুক্তিলীগের সভাপতি মোঃ সাজ্জাদ খাঁন, তথ্য প্রযুক্তি লীগের জেলা সাংগঠনিক সম্পাদক আলিফ আফিক অন্তিক, আব্দুল হাই, (ল) ফাউন্ডেশনের পরিচালক সালমা বাশার, তথ্য প্রযুক্তিলীগের জেলা কৃষি বিষয়ক সম্পাদক দ্বীপ বিশ্বাস, তথ্য প্রযুক্তিলীগের উপজেলা শাখার সভাপতি সুশীল বাছাড়, চাকুরীজীবি রবিউল বাশার, সাহিত্যিক কাজী গোলাম, সুমন শিকদার, বেতার শিল্পি রাতুল,মীম কেবিন, রাইফুল,রাফি, তুহিন প্রমূখ।