January 21, 2025
আঞ্চলিক

বটিয়াঘাটায় ঝপঝপিয়া নদী দখলমুক্ত করে ভূমিহীনদের বন্দোবস্তের দাবী

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটায় ঝপঝপিয়া নদী ভরাটী সরকারী খাস জমি অবৈধ দখল মুক্ত করে নদীর ২ পাড়ের ভূমিহীনদের মাঝে স্থায়ী বন্দবস্ত প্রদানের দাবীতে সুখদাড়া (৩৫৪ কে)  ভূমিহীন সমবায় সমিতির সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেছে।

অভিযোগে প্রকাশ- বটিয়াঘাটা উপজেলার গজালীয়া এলাকার মাংগা নদীর মূখ থেকে সালতা নদীর মূখ পর্যন্ত ৬ কি.মি. লম্বা ও ৪ শত ফুট চওড়া এলাক জুড়ে ঝপঝপিয়া নদী ভরাটী সরকারী খাস জমি রয়েছে। এ জমি প্রভাবশালীরা বিভিন্ন কৌশলে জোরদখল করে আসছে। এর মধ্যে ১ ও ২ নং সীটে ১ শত ৫০ একর সরকারী খাস জমি রয়েছে। এর থেকে ৪০ একর খাস জমি পূর্বে বরাদ্দ দেওয়া হয়েছে। বাকী জমি জবর দখলের আওতায় প্রভাবশালীরা ভোগ করছে। এলাকার কতিপয় প্রভাবশালী পরিবারের নামে বেনামে এ জমিগুলো নিয়েছে। সরকারী জমির সুবিধা না পেয়ে ঐ এলাকার অসংখ্য দরিদ্র অসহায় ভূমিহীন পরিবার অতি কষ্টে মানবতার জীবন যাপন করছে। তারা কথা বলতে গেলে তাদের ও তাদের পরিবারের সদস্যদের ক্ষয়ক্ষতি সহ ভয়ভীতি ও হুমদকীর সম্মূখীন হতে হচ্ছে।

এ ব্যাপারে সরকারীভাবে নিবন্ধিত সুখদাড়া (৩৫৪ কে নং) ভূমিহীন সমবায় সমিতির সভাপতি রতন মন্ডল, সহ-সভাপতি মোঃ মোসলেম শেখ, সাধারণ সম্পাদক কান্তিলাল সরদার, কোষাধ্যক্ষ দিলীপ তরফদার, সদস্য পঞ্চানন রায়, উত্তম মন্ডল, গুরুপদ রায়, সুরেন হালদার, রণজিৎ হালদার, মৃত্যুঞ্জয় হালদার, ফারুক শেখ, শান্ত মন্ডল, গীতা রায়, প্রকাশ রায়, সুদিপ্ত শীল, তারা মন্ডল, পরিতোষ মন্ডল, কৃষ্ণপদ মিস্ত্রী, প্রশান্ত মিস্ত্রী, দিলীপ রায়, উত্তম রায় সহ এলাকার ভূমিহীনরা। সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে উক্ত নদী ভরাটী খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে যাচাই বাছাইয়ের মাধ্যমে বন্দোবস্ত প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *