বটিয়াঘাটায় জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
২০২২ সালের মধ্যে খুলনা জেলা থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম -২০১৯ এক অবহিতকরণ সভা গতকাল শনিবার বেলা ১১টায় স্থানীয় বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রামপদ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ডিজিএইচএস প্রোগ্রাম এর এমডিভি কনসালটেন্ট সিডিসি ডাঃ মোঃ মুজিবর রহমানের স্বাগত বক্তৃতা ও এস এম হামিদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ দেলোয়ার হোসেন।
বক্তৃতা করেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার, মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, প্রজেক্ট সুপারভাইজার দিলশাদ হোসেন, স্বাস্থ্য পরিদর্শক যথাক্রমে নৃপেন্দ্রনাথ বিশ্বাস, মোস্তফা আকুঞ্জি, মোঃ নাসির উদ্দিন, ইউপি সচিব, শশাংক রায় ও পংকজ সরকার, স্বাস্থ্যকর্মী উল্লাসিনী বিশ্বাস ও উষা মিস্ত্রী প্রমুখ। সভায় আগামী ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সর্বমোট ৫ দিনব্যাপী ৭টি ইউনিয়নে ৩টি করে টিম জলাতঙ্ক নির্মূল টিকা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।