বটিয়াঘাটায় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটায় হোগলবুনিয়া-হাটবাটি মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে গতকাল রবিবার বেলা ২টায় স্থানীয় বিদ্যালয় প্রাঙ্গনে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উন্মেচন ও শিক্ষার্থীদের মাঝে মেধা কল্যান ট্রাস্ট্রের অর্থ বিতরন উপলক্ষে এক আলোচনা সভা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ইউপি সদস্য কিশোর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক অন্ন্দা শংকর রায় এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, সাবেক সভাপতি প্রশান্ত কুমার বিশ্বাস। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা মৃন্ময় পাল, মানষ পাল, অবসর প্রাপ্ত অধ্যাপক গৌর চন্দ্র পাল, সহকারী প্রধান শিক্ষক সুজিত রায়, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিউলি মন্ডল, শিক্ষক মানষ বাছাড়, অংশুপতি, কৃষকলীগ সভাপতি গৌরদাস ঢালী, বিউটি পাল, সাবেক ইউপি সদস্য কানন মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক অরিন্দম গোলদার, ছাত্রলীগ নেতা সুরজিৎ মন্ডল প্রমূখ। অনুষ্ঠানে প্রত্যেক শ্রেনীতে ১০হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা ৬০ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।