বটিয়াঘাটায় গুজব প্রতিরোধ ও গণসচেতনতার লক্ষ্যে মতবিনিময়
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে ছেলেধরা ও পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এমন গুজব প্রতিরোধ ও গণসচেতনতার লক্ষ্যে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা গতকাল শনিবার বেলা ১১টায় স্থানীয় থানা চত্ত¡রে অফিসার ইনচার্জ মোঃ রবিউল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহের সঞ্চলনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক যথাক্রমে মহিদুল ইসলাম শাহিন, এস.এম.এ ভূট্টো, এড. প্রশান্ত কুমার বিশ্বাস, আহসান কবির, শাহিন বিশ্বাস, পরিতোষ রায়, শাওন হাওলাদার, মোঃ বজলুর রহমান, বিপ্রদাস রায়, তরিকুল ইসলাম, ইমরান হোসেন, বুদ্ধদেব মন্ডল, নিতিশ বাছাড়, থানার সেকেন্ড অফিসার মোঃ আসাদুজ্জামান, এস.আই সেকেন্দার, এস.আই প্রকাশ চন্দ্র বাছাড়, এস.আই কামরুল ইসলাম, এ.এস.আই জিয়াউল ইসলাম, এ.এস.আই মিখাইল, ছাত্র সমাজ নেতা মানস সরকার প্রমূখ।
এ ব্যাপারে ওসি রবিউল কবির জানান, ইতিমধ্যে থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন বাজার সহ উপজেলার জনগুরুত্বপূর্ণ স্থানে লিপলেট বিতরণের মাধ্যমে ছেলে ধরা গুজব প্রতিরোধ সপ্তাহ পালন করা হচ্ছে। অন্যদিকে গতকাল শনিবার বেলা ১২টায় জলমা ইউনিয়নের চক্রাখালী বাজার ও উপজেলা সদর প্রাঙ্গনে পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে ও ছেলেধরা গুজব প্রতিরোধে ও রহিঙ্গা, বাল্য বিবাহ, মাদক, ইভটিজিং ও জঙ্গি দমনে থানা পুলিশকে খবর দিয়ে সহযোগীতা করার জন্য রাজনৈতিক দলের নেতা-কর্মী, জন প্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের প্রতি আহব্বান জানিয়েছেন।