বটিয়াঘাটায় গাঁজাসহ আটক ২
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটায় গাঁজাসহ দুই মাদক সেবন ও কেনাবেচাকালে পৃথক পৃথক অভিযান চালিয়ে সর্বমোট ২০ গ্রাম গঞ্জিকাসহ ২ ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন উপজেলার হাটবাটী গ্রামের নিরোদ বাছাড়ের পুত্র নিখিল বাছাড় (৩৮) ও বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রশিদের পুত্র এমারত শেখ (৩০)। পুলিশ গতপরশু শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানার ওসি মোঃ রবিউল কবির এর নির্দেশে ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ সহ সঙ্গীয় ফোর্স পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে মাদকদ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় ঐ দিনই ৭ ও ৮ নং দুটি মামলা রুজু করে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।