বটিয়াঘাটায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলার হাটবাটি গুচ্ছগ্রাম এলাকায় গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মোমেনা বেগম (১৯) নামের এক গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে ঐ এলাকার আনোরুল্লাহ এর স্ত্রী। জানা গেছে, মোমেনা দীগদিন যাবৎ মানসিক রোগে ভুগছিল। কাউকে কিছু না বলে বসতঘরের আঁড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।
এ ব্যাপারে গত ৩০ অক্টোবর থানায় ১৬/১৯ নং অপমৃত্যু মামলা রুজু হয়েছে। অপরদিকে ওই একই দিনে রাত ১১ টায় উপজেলার ভান্ডাকোট আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা আসলাম সরদার(২২) গলায় রশি দিয়ে বসতঘরের ডাবের আঁড়ায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে ঐ এলাকার আনিস সরদারের পুত্র। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।