বটিয়াঘাটায় খ্রীষ্টান এসোসিয়েশন খুলনা শাখার মিলন মেলা
বটিয়াঘাটা প্রতিনিধি
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন খুলনা শাখার উদ্যোগে গতকাল শনিবার সকাল ১০টায় বটিয়াঘাটা জলমা মল্লিকের মোড় ক্যাথলিক চার্চ ভবনে জেলা ও উপজেলা শাখার নেতৃবর্গদের এক মিলন মেলা মিঃ নরবার্ট গমেট এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন রেভাঃ ফাঃ স্টিফেন আনন্দ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন রেভাঃ ফাঃ অমিয় মিস্ত্রী ও রেভাঃ লিতু মুন্সি। বক্তৃতা করেন মিস্ মিনা হালদার, সের্বাষ্টিন সরকার, তুষার দোবে বাবলু, দিপক দাশ, তুবাল বিশ্বাস, আন্তন বৈরাগী, রানা বিশ্বাস, পাতুয়েল সরকার মাইকেল, আশীষ পাড়ৈ, রবাট ফিলিপ বৈদ্য, ডাঃ একে পান্ডে, ডাঃ বিবেকান্দ ঢালী, তপন বালা, জ্যোতিষ বৈরাগী, মুক্তি সাহা, সাধনা দোবে, সিসিলিয়া সরদার, মানিক বাড়ৈ, মনা বৈরাগী, দিলীপ গমেজ, আন্দ্রিয় রোজারিও, অপরাজিত মন্ডল (অপু), ঞ্জোমিন দাশ, সুকুমার মন্ডল, সঞ্চয় দেবনাথ, লিটন বৈরাগী, লুইচ গাইন, মনিমোহন রায়, খোকন মন্ডল, দিপক দাশ, মারিও চন্দর দাশ, ক্যালভিন সঞ্চয় দোবে, এন্টনী ববি সজ্জন, মানিক কষ্টা, বেবি তেরেজা বিশ্বাস, ম্যাকুলেট সরকার, টমাস বিশ্বাস, শাওন সরদার, প্রবীর মন্ডল, সুমালা বাড়ৈ, বরুন বাড়ৈ প্রমূখ। মিলন মেলা শেষাংশে নরবার্ট গমেট কে সভাপতি ও তুষার দোবে বাবলুকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।