বটিয়াঘাটায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা পর্যায়ে আন্ত প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকার সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠ ও সরকারি কিশালয় প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমীর কুমার মন্ডল, ধীমান মন্ডল, আজাহার আলী, প্রদ্যুৎ রায়, বিউটি মন্ডল, মনিরুজ্জামান, পঙ্কজ মল্লিক, দীপালী রানী, মনিন্দ্রনাথ কুন্ডু, সুলান আহমেদ, প্রভাষ বৈরাগী, জ্যোতি প্রকাশ মন্ডল, মুর্শিদা ্আহমেদ খান।
সভায় অতিথিরা ৪৮টি বিষয় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার সামগ্রী তুলে দিয়ে বলেন, একাডেমিক জ্ঞান অর্জনের পাশা পাশি খেলাধুলা, সাংস্কৃতিকসহ বিভিন্ন বিষয়ে বিশেষ পারদর্শিতার মাধ্যমে দেশের সুনাম অর্জন করার আহবান জানান।