বটিয়াঘাটায় কৈয়া পানি ব্যবস্থাপনা সমিতির সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলার কৈয়া পানি ব্যবস্থাপনা সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা গতকাল বিকাল ৫টায় স্থানীয় সমিতির নিজস্ব কার্যালয়ে সাবেক সভাপতি অনিল কৃষ্ণ বিশ্বাসের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। সভায় নব-নির্বাচিত কমিটির সভাপতি অনন্ত কুমার রায়, সহ-সভাপতি সুভাষ মন্ডল, সাধারণ সম্পাদক দেবাশীষ মন্ডল, সহ-সাধারণ সম্পাদক সরোজ মন্ডল, কোষাধ্যক্ষ সুজায় কান্তি মন্ডল,কার্যকরি সদস্য অলোক রায়, সাধারণ সদস্য সুজাতা ঢালী,বিনা বিশ্বাস, বিপন্ন বিশ্বাস, দুঃস্থ নারী সদস্য নির্মলা বিশ্বাস, মৎস্যজীবি সদস্য ত্রিবেন বিশ্বাস, বিশ্বজিৎ মল্লিক,পূনেন্দু বিশ্বাস,সভাশেষে সাবেক কমিটির কাছে নব-নির্বাচিত কমিটির কাছে যাবতীয় কাগজপত্র সস্থান্তর করেন।