বটিয়াঘাটায় কৃষি উপকরণ বিতরণ
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজেন গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় ডিএই প্রশিক্ষণ হল রুমে খরিপ-১ (২০১৯-২০) মৌসুমে উফসী আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সরবরাহের জন্য প্রদর্শনী কর্মসূচির আওতায় উপকরণ বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলামের স্বাগত বক্তৃতার মধ্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার, জনস্বাস্থ্য প্রকৌশলী বিপ্রকাশ ঢালী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামীম আরা নিপা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ ও প্রান্তিক কৃষককূল প্রমূখ।