বটিয়াঘাটায় কলেজছাত্রী অপহরণের ঘটনায় মামলা দায়ের
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটায় কলেজ পড়–য়া একাদশ শ্রেণীর ছাত্রী (১৭) অপহৃত হয়েছে। পুলিশ জানায়, গত ১১ ডিসেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বটিয়াঘাটা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মনিন্দ্র মন্ডলের বাড়ী থেকে দাওয়াত খেয়ে মায়ের সাথে বাড়ী ফেরার পথে দিপংকরের দোকানের সন্নিকট থেকে সে অপহৃত হয়। ছাত্রীকে উত্তক্তকারী তুফান গোলদার (২২) সহযোগী তিমির ঢালী (৪০), সুপ্রভাত মল্লিক (৪০) ও হেমন্ত মন্ডল (২৫) একত্রে মিলিত হয়ে ছাত্রীকে জোর পূর্বক মটোর সাইকেলে উঠায়। এ সময়ে ছাত্রীর মার ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসে। অপহরণ কারীরা মটোর সাইকেল যোগে দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। অনেক খোঁজাখুঁজির পরও মেয়ের কোন সন্ধান না পাওয়ায় বটিয়াঘাটা সরকারি কলেজ একাদশ শ্রেণীর ছাত্রির পিতা অশোক মন্ডল বাদী হয়ে বটিয়াঘাটা থানায় ৪নং নম্বর তারিখ ১৩-১২-১৯ ইং মামলা রুজু করেন। এ ব্যাপারে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করার জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।