বটিয়াঘাটায় করোনা’র সচেতনতামূলক লিফলেট বিতরণ
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম গত শুক্রবার দিনব্যাপি উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে করোনা ভাইরাস সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এছাড়া তিনি সৃষ্ঠ জটিলতা নিয়ে অসাধু ব্যবসায়ীরা বাজারে যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করতে না পারে সে উপলক্ষে অপর এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
আদালত পরিচালনাকালে নিত্য প্রয়োজনীয় দ্রবমূল্য পেয়াজ ও রসুন অতিরিক্ত মূল্যে বিক্রী করা ও মেয়াদ উত্তির্ণ ঔষধ ফার্মেসীতে রাখার দায়ে ৬ দোকান মালিককে ৩১ হাজার টাকা জরিমানা প্রদান পূর্বক আদায় করেন। এছাড়া তিনি নদী-নালা, খালে-বিলে অবৈধ পাটা দিয়ে জল সরবরাহের পথ বন্ধ না রাখা ও বিভিন্ন অবৈধ দখলদারদের অনতিবিলম্বে পানি সরবরাহের গতিপথ উন্মুক্ত করার আহবান জানান। তা না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। আদালত পরিচালনা কালে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থি ছিলেন।