April 24, 2025
আঞ্চলিক

বটিয়াঘাটায় এসডিজি’র কমিটি গঠন ও মতবিনিময় সভা

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটায় এসডিজির কমিটি গঠন ও মতবিনিময় সভা গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গতকাল শনিবার সকাল ১০টায় ডাঃ  মোঃ গোলাম হেসেন (ফারুক) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হাদী-উজ-জামান হাদী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, রুপান্তরের প্রকল্প সমন্বয়কারী এসএম মঞ্জুরুল ইসলাম, প্রজেক্ট অফিসার গোলাম মোস্তাফা ও বিপুল রায়, নারী নেত্রী দীপ্তি রায়, সাংবাদিক আহসান কবির, সাংবাদিক বিপ্রদাস রায় চৌধুরি, ইউপি সদস্য মলিনা রায়, ইউপি সদস্য দিপ্তী মল্লিক, অশোক সরকার। নারী নেত্রী আশালতা ঢালী, তৈয়ব হালদার, আব্দুল কুদ্দুস ফকির, মঞ্জুর হোসেন বিশ্বাস, মাওলানা আব্দুর রশিদ, পঙ্কজ সরকার, মিলন কান্তি মন্ডল, শতরূপা রায়, বন্দনা রায়, রীমন রায়, বিধান চন্দ্র রায়, রাখী রায়, রেখা রায প্রমূখ। সভায় রণজিৎ চক্রবর্তীকে আহবায়ক ও শ্যামলী রায়কে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট এসডিজির গঙ্গারামপুর ইউনিয়ন কমিটি গঠন করে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *