বটিয়াঘাটায় এমপি পঞ্চানন বিশ্বাসের সাথে সংবাদিকদের মতবিনিময়
বটিয়াঘাটা প্রতিনিধি
খুলনা-১ আসন থেকে চতুর্থবার নির্বাচিত এমপি পঞ্চানন বিশ্বাস গতকাল সোমবার দুপুরে বটিয়াঘাটা প্রেস ক্লাবে সংবাদিকদের সাথে মত বিনিময় করেন। তিনি প্রেস ক্লাবের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে খোঁজ খবর নেন এবং নিজস্ব ভবনে বসার পরিবেশ তৈরী সম্পর্কে আলোচনা করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ফিরোজুর রহমান, আওয়ামী লীগ নেতা দেবপ্রসাদ বিশ্বাস, ইউপি সদস্য শাহজাহান শেখ, কৃষকলীগ নেতা মোস্তাফিজুর রহমান, নগেন্দ্র নাথ মন্ডল, রতন কুমার সাহা, বটিয়াঘাটা প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, দৈনিক জন্মভূমি ও ইত্তেফাক ষ্টাফ রিপোর্টান শেখ আব্দুল হামিদ, সাংবাদিক বিবেক বিশ্বাস, রেজাউল করিম, ইমরান হোসেন, দিপংকর রায় প্রমুখ।
এসময় এমপি পঞ্চানন বিশ্বাস বলেন, প্রেস ক্লাব সাংবাদিকদের সহযোগীতায় গড়ে ওঠে। কোন প্রেস ক্লাবের অনুমোদন সরকার দেয় না। তাই ধিরে ধিরে সাংবাদিকদের ভবনে বসার উপযুক্ত পরিবেশ তৈরী করতে হবে।