বটিয়াঘাটায় ইউএনও’র হস্তক্ষেপে সরকারী জায়গায় পাকাঘর নির্মান কাজ বন্ধ
বটিয়াঘাটা প্রতিনিধি
উপজেলার সদর ইউনিয়নে বটিয়াঘাটা দাকোপ ও বটিয়াঘাটা বারোআড়িয়া রোড়ের তিন রাস্তা মোড়ে নাহাড়িতলা এলাকায় সরকারি রাস্তার জায়গা দখল করে দু রুম বিশিষ্ট পাকা পাকা ঘর নির্মানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলামের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মো: রাশেদুজ্জামান গত মঙ্গলবার বিকেলে সরোজমিনে গিয়ে নির্মান কাজ বন্ধ করার নির্দেশ দেন।
জানা গেছে, ইউপি চেয়ারম্যানের একান্ত সহযোগী জনৈক প্রনব নামের এক ব্যাক্তি বটিয়াঘাটা দাকোপ ও বটিয়াঘাটা বারোআড়িয়া রোড়ের তিন রাস্তা মোড়ে নাহাড়িতলা এলাকায় পিচের রাস্তার গা’ঘেষে ঢালাই দিয়ে দু রুম বিশিষ্ট পাকা ভবন তৈরি করছে। বর্তমানে পিলারের ঢালাই চলমান। এমন সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ায় উপজেলা প্রশাসন অবৈধ নির্মান কাজ বন্ধ করেন।
গতকাল বুধবার থেকে জনৈক প্রনব নামের ঐ ব্যক্তি বিভিন্ন অফিসে দৌড়ঝাপ শুরু করেছে। এলাকাবাসীর অভিযোগ ইউপি চেয়ারম্যানের কাছের লোক হওয়ার সরকারি জায়গা দখল করে পাকা ইমারত তৈরি করছে। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা, তিনি বটিয়াঘাটায় থাকেন এবং ইউপি চেয়ারম্যানের সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। সার্বিক বিষয় সহকারী কমিশনার (ভূমি) মো: রাশেদুজ্জামান বলেন, সরেজমিনে গিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি, তবে সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।