December 26, 2024
আঞ্চলিক

বটিয়াঘাটায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকতা দেবাশীষ  চৌধূরী সভাপত্বিতে অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন বটিয়াঘাটা সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিতেষ দাস, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রামপদ সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম হালদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, সমবায় কর্মকর্তা জান্নাতুন নেছা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসেনজিৎ  প্রনয় মিশ্র, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ,সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, চেয়ারম্যান যথাক্রমে মনোরঞ্জন মন্ডল, মো গোলাম হাসান, মোঃ আব্দুল হাদী সরদার,জি,এম মিলন গোলদার, প্রধান শিক্ষক আনন্দ মোহন বিশ্বাস, প্রাথমিক শিক্ষক সমিতির সধারন সম্পাদক ধীমান মন্ডল, প্রধান শিক্ষক পঙ্কজ কুমার মল্লিক, আ’লীগ নেতা অধ্যাঃ মনোরঞ্জন মন্ডল, সাংবাদিক এড, প্রশান্ত বিশ্বাস, সাংবাদিক এস,এম এ ভুট্টো, সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক শাহীন বিশ্বাস, সাংবাদিক পরিতোষ রায়, ইউ,পি সদস্য বিউটি মন্ডল, দিপ্তী মল্লিক প্রমূখ। সভায় দিবসটি যথাযোগ্য মর্যদায় পালনের জন্য নানান কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *