বটিয়াঘাটায় আগুনে পুড়ে তিনটি দোকান ভস্মিভূত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলায় গঙ্গারামপুর ইউনিয়নের বয়ারভাঙ্গা গ্রামের (পশ্চিমপাড়া) গত শুক্রবার মধ্য রাতে ভয়াভহ অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। সরেজমিনে ঘুরে এসে জানা গেছে, বয়ারভাঙ্গা গ্রামের গণেশ পাগলের মঠ সংলগ্ন কালভার্টের পাশে মুদি দোকন, গার্মেন্ট ট্রেইলারের দোকান ও চাউল এবং গাড়ীর পার্সের দোকান সম্পূন পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগী অনিমেশ মন্ডল ও পলাশ কুমার মন্ডল জানান, প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বৈদ্যুতিক সুইচ অফ করে তারা পাশে বাড়িতে ঘুমাতে যান। আনুমানিক রাত ২ টার সময় হঠাৎ বিকট শব্দের আওয়াজ এবং আগুনের লেলিহান শিখায় আমাদের ঘুম ভেঙ্গে যায়। তখন তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে দেখি দোকানগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় আমরা ডাক চিৎকার করিলে স্থানীয়রাসহ অন্যান্য দোকান মালিকগণ কলস, বালতি সহ আগুন নিভানোর সরঞ্জাম নিয়ে দোকানে দিকে দৌড়ে আসে। কিন্তু আগুনের লেলিহান শিখার তীব্রতা এতই ভয়াভয় ধারণ করে যে, মূর্হুতের মধ্যে আমাদের দোকন গুলি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।
দোকান মালিক অনিমেষ মন্ডল ও পলাশ মন্ডল জানান, আমরা বিভিন্ন এনজিও ও সুদে ধার-দেনা করে দোকান ও জীবন-জীবিকা চালিয়ে আসছিলাম। এ ব্যাপারে ভুক্তভোগী মালিকগন পৃথক পৃথক থানায় সাধারণ ডায়েরি করেছে যার নং ৬৯ তাং- ০২/০৩/২০১৯ ইং। ডায়েরিতে জানা যায় অগ্নি সংযোগে দোকান মালি অনিমেষ মন্ডলের আনুমানিক ১৫ লক্ষ ও পলাশ মন্ডলের ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।