বটিয়াঘাটায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা গতকাল সোমবার বেলা ১১টায় স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল কবির, অধ্যক্ষ অমিতেষ দাস,ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা শামছুন্নাহার খানম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মনোরঞ্জন মন্ডল, শেখ হাদী উজ-জামান হাদী, সরদার আব্দুল হাদী, গোলাম হাসান, আলীগ নেতা অধ্যাঃ মনোরঞ্জন মন্ডল, দেবপ্রসাদ বিশ্বাস, মোঃ মোশারফ হোসেন মুসা, প্রধান শিক্ষক অনিল কুমার মন্ডল, প্রধান শিক্ষক আনন্দ মোহন বিশ্বাস, হরিণটানা থানার প্রতিনিধি এসআই রুবেল মোহন্ত, সমাজসেবা অফিসারের প্রতিনিধি আঞ্জুমানারা বেগম প্রমূখ। সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে বিষদ আলোচনা করা হয়।