বটিয়াঘাটায় অবৈধভাবে বালু ভরাট করায় জরিমানা
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলার ছয়ঘরিয়া মৌজার সৈয়দপুর ট্রাষ্টের খালে বাঁশের বেড়া দিয়ে অবৈধ ভাবে বালু ভরাট করার দায়ে মোঃ রবিউল ইসলাম (৪০) নামের জনৈক এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা প্রদানসহ ৩ দিনের মধ্যে উক্ত বালু অপসারণের নির্দেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে হাজির হয়ে এ আদালত পরিচালনা করেন। আদালত পরিচালনা কালে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত রবিউল ইসলাম উপজেলার ইসলামনগর সড়কের মোঃ আকরাম শেখের পুত্র।