বটিয়াঘাটার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ
বটিয়াঘাটা উপজেলার ২নং সদর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গতকাল সোমবার বিকেল ৬টায় স্থানীয় ফুলতলামঠস্থ আওয়ামী লীগ কার্যালয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় দ্রæত সকল ওয়ার্ড কমিটি গঠন করে সংগঠনকে আরো গতিশীল করার এবং ইউনিয়ন কমিটিতে যারা দীর্ঘদিন সংগঠনের সাথে সম্পর্ক নাই তাদেরকে অব্যহতি দিয়ে নতুন নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে দলকে এগিয়ে নেওয়া সিন্ধান্ত গ্রহন হয়।
ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইদ্রজীত রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা: মৃর্ণাল রায়ের পরিচালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বিবেক বিশ্বাস, সাবেক ছাত্রনেতা মিঠুন রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক,সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান, উপজেলা কৃষকলীগের সভাপতি গৌরদাস ঢালী, আমিনুল ইসলাম, মো: কবীর হোসেন, মো: আনোয়ার হোসেন, এনামুল হক, মোহসিন শেখ, ছাত্রনেতা শশাংক রায়, উত্তম মন্ডল, বিদ্যুত বিশ্বাস, পরিমল রায়, এনামুল হক ইনা, মো: খলিলুর রহমান, অমিত মজুমদার, আলি আহম্মেদ আকুঞ্জী, সাথী খাতুন, গীতা রায়, অনাদী মল্লিক, গনেষ বিশ্বাস, জোগান মল্লিক, বিশ্ব চক্রবর্তী, অয়ন মন্ডল, রতন রায়, দিপু মন্ডল,প্রান্ত গোলদার, জয় মন্ডল, আসাস গোলদার সহ অনান্য নেতৃবৃন্দ।