বটিয়াঘাটার আনন্দ মণ্ডল হত্যায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড
দ: প্রতিবেদক
খুলনার বটিয়াঘাটার আনন্দ মণ্ডল হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে খুলনার জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- প্রমোদ মণ্ডল, অশোক মণ্ডল, অমর মণ্ডল, নির্মল ওরফে নিমাই মণ্ডল, গোলক মণ্ডল, রমেশ মণ্ডল, নিশাকর মণ্ডল ও বিকাশ বালা। রায়ে পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে। আর মামলার ১৪ আসামির মধ্যে একজন মারা গেছেন।
মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৯ সালের ৩০ মে রাতে পূর্ব শত্র“তার জের ধরে বটিয়াঘাটা উপজেলার হোগলাবুনিয়া স্লুইস গেটের কাছে আনন্দ মণ্ডলকে কুপিয়ে ফেলে রেখে যায় আসামিরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ২ জুন আনন্দ মণ্ডল মারা যায়। পরদিন আনন্দ মণ্ডলের স্ত্রী দেবলা মণ্ডল বাদী হয়ে বটিয়াঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ এ মামলায় ২০০৮ সালের ২০ অক্টোবর ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি আরিফ মাহমুদ লিটন।