বটিাঘাটায় ৮০ পিস ইয়াবাসহ আটক ১
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলার উত্তর শৈলমারী এলাকায় গত সোমবার দিবাগত রাতে মাদকদ্রব্য অধিদপ্তর এক ঝটিকা অভিযান পরিচালনা করে ৮০ পিস ইয়াবাসহ মোঃ জামাল হাওলাদার ওরফে জিরে জামালকে হাতেনাতে আটক করেছে। এব্যাপারে থানায় মাদক আইনের ১০ এর (ক) ধারায় ১৪ নং মামলা দায়ের হয়েছে। উক্ত জামাল উত্তর শৈলমারী এলাকার মৃত শামসুল হক হাওলাদারের পুত্র।