বটিয়াঘাটায় ০২ দিনব্যাপী প্রতিবন্ধীদের বিনামূল্যে ভাম্যমাণ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ০৫ নং ভান্ডারকোট ইউনিয়নে প্রতিবন্ধীদের জন্য বিনামুল্যে ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়।প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগীতায় ২৮ ডিসেম্বর ২০২২ ইং তারিখ রোজ বুধবার সকালে ০৫ নং ভান্ডারকোট ইউনিয়ন পরিষদ চত্তরে এই ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন অত্র ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচিত চেয়ারম্যান মোঃ ওবায়দুল্লাহ শেখ ওবায়দুল। জানাগেছে প্রতিবন্ধী চিকিৎসা ক্যাম্পটি ভান্ডারকোট ইউনিয়নে ০২ দিন ধরে অর্থাৎ আগামী ২৯ ডিসেম্বর ২০২২ ইং তারিখ সকাল ০৯:০০ টা থেকে বিকাল ০৪:০০ টা পর্যন্ত তাদের সেবা কার্যক্রম চলবে। এ সময় উপস্থিত ছিলেন ভান্ডারকোট ইউনিয়নের সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ডাঃ বিজন বিশ্বাস (ফিজিওথেরাপি), খাঁন মোঃ শফিকুল ইসলাম, মোঃ আলামিন সহ চিকিৎসা টিমের সদস্য গন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় আরো উপস্থিত ছিলেন সুবর্ণ নিউজের সম্পাদক ও বিভিন্ন সাংবাদিকবৃন্দ। উক্ত ০২ দিনের প্রতিবন্ধী চিকিৎসা ক্যাম্পে ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে আগত প্রতিবন্ধীদের বিনামুল্যে এই চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানা গেছে।