বজ্রপাত বাড়ার আভাস
কালবৈশাখীর প্রভাব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশে বাড়ছে বজ্রপাতের প্রবণতাও। আগামী দু’দিনে বজ্রপাত আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
গত দু’দিনে সারাদেশে বজ্রপাতে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে দু’জন শিশুও রয়েছে।
রোববার (১৯ এপ্রিল) রাতে আবহাওয়া অধিদফতর এক পূর্বাভাসে জানিয়েছে, সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টা নাগাদ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও চট্রগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় আর বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া আগামী ২ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এই প্রবণতা অব্যাহত থাকতে পারে আগামী ৫ দিন।
বৃষ্টিপাতের কারণে ভূমি ধস বা সমুদ্রবন্দরগুলোর জন্য কোনো সতর্কতা নেই। নেই কালবৈশাখীর সতর্কতাও।
অন্যদিকে রাজশাহী, রাঙ্গামাটির ও যশোর অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে সন্দ্বীপে (১২৫ মিলিমিটার)। মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত এটা। আর এ সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।