বছরের শেষ দিকে আরও বাড়তে পারে স্বর্ণের দাম
আন্তর্জাতিক বাজারে যেভাবে স্বর্ণের দাম বেড়ে চলেছে, তাতে এ বছরের শেষ দিকে প্রতি আউন্স স্বর্ণের দাম দুই হাজার মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সোমবার (২৭ জুলাই) প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ১৯৪৪ মার্কিন ডলারে।
শুধু স্বর্ণই নয়, রূপার দাম মাত্র চার মাসের ব্যবধানে দ্বিগুণ হয়ে গেছে। বর্তমানে প্রতি আউন্স রূপার মূল্য ২৩.২৭ মার্কিন ডলার। চলতি বছরের মার্চের তুলনায় যা দ্বিগুণ।
এএনজেড ব্যাংকের পণ্য কৌশলবিদ ড্যানিয়েল হেইনস বলেন, করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর ইউরোপীয় ইউনিয়নের নয়া পদক্ষেপের কারণে স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে। এ বছরের শেষের দিকে স্বর্ণের দাম আরও বেড়ে যেতে পারে।
তবে করোনা মহামারি শেষ হলে বাজার পরিস্থিতি আবার স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
স্বর্ণের দামের ২০১১ সালেরও রেকর্ড এরই মধ্যে ভেঙে গেছে। তবে স্বর্ণের দাম এভাবে বাড়ায় মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সূত্র: এএফআর
উল্লেখ্য, এর আগে গত ২৩ জুলাই প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯১৬ টাকা করে বাড়ানোর ঘোষণা দেন দেশের স্বর্ণব্যবসায়ীরা।
সে অনুযায়ী গত ২৪ জুলাই থেকে জুয়েলারি সমিতি নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ৭৮৩ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম রয়েছে ৬৯ হাজার ৮৬৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৬৯ হাজার ৬৩৪ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৬৬ হাজার ৭০৮ টাকা।
একই ভাবে ১৮ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ৬০ হাজার ৮৮৬ টাকা। বর্তমানে দাম রয়েছে ৫৭ হাজার ৯৭০ টাকা। সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ৫০ হাজার ৫৬৩ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত দাম রয়েছে ৪৭ হাজার ৬৪৭ টাকা। ২২ ক্যারেট থেকে সনাতন পদ্ধতিতে সব গ্রেডের স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৯১৬ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে ২১ ক্যারেট ক্যাডমিয়াম রূপার দাম। প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।