December 22, 2024
জাতীয়লেটেস্ট

বছরের শেষে আওয়ামী লীগের সম্মেলন, কাজ করবে ৮ কমিটি

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম কাউন্সিল সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি তৃণমূল আওয়ামী লীগে সফল সম্মেলন অনুষ্ঠানে ৮টি পৃথক পৃথক টিম কাজ করবে সারাদেশে। এ টিমগুলোই পরবর্তীতে বঙ্গবন্ধুর জন্ম-শতবার্ষিকী পালনের প্রস্তুতি গ্রহণে কাজ করবে।

গতকাল শুক্রবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়। সভায় ওইসব সিদ্ধান্তের পাশাপাশি এ বছরের শেষের দিকে সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নবগঠিত ৮ কমিটি ৮ বিভাগে কাজ করবে, সেসব কমিটিতে অন্তর্ভূক্তির ভিত্তিতে উপদেষ্টা পরিষদ, সভাপতিমণ্ডলীর সদস্যরা সারাদেশে সাংগঠনিক সফরে নেতৃত্ব দেবেন।

এছাড়া, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলা ও বনানীর অগ্নিকাণ্ডে নিহতদের আতœার মাগফিরত কামনা করা হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায়।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *