বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারসহ ১৬ ভারতীয় জেলে আটক
দ. প্রতিবেদক
বঙ্গোপসাগরে বাংলাদেশী জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অপরাধে ফিসিং ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার রাতে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলার সদস্যরা এফবি মঙ্গল চন্ডী-৭ নামের ওই জাহাজটিকে জেলেসহ আটক করে। বুধবার সন্ধ্যায় আটককৃতদের জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মোংলা থানায় হস্তান্তর করে কোস্ট গার্ড।
বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক বলেন, ভারতীয় ফিসিং ট্রলার এফবি মঙ্গল চন্ডী-৭ বাংলাদেশী জলসীমার ১০.২ নটিকাল মাইল ভিতরে প্রবেশ করে মাছ ধরতে ছিল। কোস্ট গার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। পরবর্তীতে কোস্টগার্ডের সদস্যরা ট্রলারসহ জেলেদের আটক করে। আমরা আটককৃত জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মোংলা থানায় সোপর্দ করেছি। ট্রলারে আটককৃত মাছ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ