বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবি, একজনের লাশ উদ্ধার
দক্ষিণাঞ্চল ডেস্ক
বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার পাঁচ ঘণ্টা পর এক মাঝির লাশ এবং ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত দশজন। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে কক্সবাজার থেকে ৩০ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে ‘এফভি রাঙ্গাচোক্কা’ নামের ফিশিং ট্রলারটি ডুবে যায় বলে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম জানান।
তিনি বলেন, ট্রলারটিতে ২৩ জন মাঝিমাল্লা ছিল। বেলা ১২টার দিকে একজনের লাশ ও ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়। এখনও দশজন নিখোঁজ রয়েছেন। এলএনজি বাহী জাহাজ ও ‘সি পাওয়ার-১’ নামের একটি ফিশিং জাহাজ ওই ১২ জনকে উদ্ধার করে। তারা ওই দুটি জাহাজের হেফাজতে রয়েছেন বলে সাইফুল জানান।
সাইফুল বলেন, নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড ও নৌ-বাহিনী অভিযান চালাচ্ছে। বাংলাদেশ নৌ-বাহিনীর জাহাজ ‘অপরাজেয়’ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। তবে ট্রলার ডুবির কারণ এবং নিহত ও নিখোঁজদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি কোস্টগার্ডের এ কর্মকর্তা।