বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সঙ্গে দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শনিবার বিকাল ৫টায় তিনি বঙ্গভবন যাচ্ছেন বলে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে বলা হয়েছে।
রাষ্ট্রপ্রধানের সঙ্গে সরকার প্রধানের এটা সৌজন্য সাক্ষাৎ বলেও বঙ্গভবন থেকে জানানো হয়।
সাধারণত বিদেশ সফর থেকে ফেরার পর প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে যান।
বর্তমানে নভেল করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় লড়ছে বাংলাদেশ। বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়া এই রোগে বাংলাদেশেও আক্রান্ত হয়েছেন ২০ জন, একজন মারাও গেছেন।
এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে রোববার।
দুদিনের অধিবেশনের শুরুর দিনই ভাষণ দেবেন রাষ্ট্রপ্রধান আবদুল হামিদ।