বঙ্গবন্ধু স্মারক বৃক্ষরোপণ নৌবাহিনীর
আইএসপিআর
কোভিড-১৯ এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় অঞ্চলে নিয়মিত টহল প্রদানসহ বহুমুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে নৌ সদস্যরা। করোনা পরিস্থিতির প্রভাবে অসহায় হয়ে পড়া নিু মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
এসব অসহায় মানুষের খাদ্য ঘাটতি পূরণ করতে বিএন স্কুল এন্ড কলেজ মংলা কর্তৃক নিম্ন আয়ের কর্মচারীদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, তৈল, লবণ ও বিস্কুট। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে বিশেষ বৃক্ষরোপন অভিযানের অংশ হিসেবে কমান্ডার খুলনা নেভাল এরিয়ার অধীন ঘাঁটিসমূহে বৃক্ষরোপন অভিযান চলছে।
বানৌজা শের-ই-বাংলা কর্তৃক ২৫০টি, বানৌজা তিতুমীর কর্তৃক ১৫০টি, বিএন স্কুল এন্ড কলেজ মংলা কর্তৃক ৭০০টি, নৌ ঘাঁটি সোলাম কর্তৃক ৯০টি বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। এই মহৎ কাজের মাধ্যমে নৌবাহিনীর প্রতিটি কর্মকর্তা ও নাবিক বঙ্গবন্ধুর আদর্শকে স্মরণ করে।