November 28, 2024
জাতীয়

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানজট

কর্মস্থলে ফেরা শ্রমজীবীদের বহনকারী হাজার হাজার যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

রোববার (১ আগস্ট) ভোর থেকেই এ মহাসড়কে পণ্যবাহী ও গণপরিবহনের চাপ দেখা যায়। এতে কখনো ধীরগতি আবার কখনো থেমে থেমে যানজট সৃষ্টি হয়। ঢাকা ও উত্তরবঙ্গ উভয় লেনেই গাড়ির চাপ রয়েছে।
সকাল সাড়ে ৯টার দিকে ঢাকামুখী লেনে বঙ্গবন্ধু সেতুর গোলচত্বর থেকে কোনাবাড়ি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

সিরাজগঞ্জ জেলা সিএনজি অটোরিকশা ও অটোটেম্পু মালিক সমিতির সভাপতি ফিরোজ আহমেদ জানান, কড্ডার মোড় এলাকায় শত শত গাড়ির লাইন পড়ে গেছে। ঢাকামুখী ও যানজট আর উত্তরবঙ্গমুখী লেনে ধীরগতিতে যানবাহন চলাচল করছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, ঢাকামুখী লেনে গার্মেন্টস শ্রমিকবাহী প্রচুর সংখ্যক গাড়ি ছুটেছে। অপরদিকে ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকেও ছুটছে হাজার হাজার যানবাহন। ফলে সেতুর গোলচত্বর থেকে যানজট সৃষ্টি হয়ে কড্ডার মোড় ছাড়িয়ে গেছে। কখনো যানজট কমলেও ধীরগতিতে চলছে গাড়ি। তবে পুলিশ যানজট নিরসনে দায়িত্ব পালন করছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *