January 19, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্টশীর্ষ সংবাদ

বঙ্গবন্ধু সারাবিশ্বের শোষিত নির্যাতিত মানুষের মহান নেতা : শেখ হারুন

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগের সমাবেশ

খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ বলেছেন, জাতির পিতা একজন মহামানব, তিনি শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের শোষিত নির্যাতিত মানুষের মহান নেতা এবং মানবতাবাদী দেশপ্রেমী কালভদ্রে একজন জন্মগ্রহণ করেন। তার নেতৃত্বের বিশালত্বের বর্ণনা দিতে গিয়ে ফিদেল কাস্ত্রো বলেছিলেন, ‘আমি হিমালয় দেখিনি শেখ মুজিবকে দেখেছি। ফিদেল কাস্ত্রো বলেছিলেন, ৭ মার্চের ভাষণ শুধু একটি ভাষণ নয়, এটি একটি অনন্য রণকৌশলের দলিল। নেলসন ম্যান্ডেলা বলেছেন, ৭ মার্চের ভাষণ আসলে ছিল স্বাধীনতার মূল দলিল। এই ভাষণ এখন বিশ্ব ইতিহাসের অংশ। সেই ৭ মার্চের ভাষণকে শিক্ষা কার্যক্রমে সিলেবাস করার প্রস্তাব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি।
তিনি বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা জেলা যুবলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জেলা যুবলীগের সহ-সভাপতি কেএম জিয়া হাসান তুহিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজের পরিচালনায় দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বিএমএ সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু। প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান জামাল।
বক্তৃতা করেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, অজিত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, তথ্য গবেষণা সম্পাদক জামিল খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, দাকোপ উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, তেরখাদা উপজেলা যুবলীগ সভাপতি এফএম মফিুজুর রহমান, ফুলতলা উপজেলা যুবলীগ সভাপতি এসকে আলী ইয়াছিন, বটিয়াঘাটা উপজেলা যুবলীগ আহবায়ক অনুপম বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা যুবলীগ আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, যুগ্ম আহবায়ক এ্যাড. আশরাফুল ইসলাম রাজু, ইকবাল হোসেন, ফুলতলা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শহিদুল্লাহ প্রিন্স, যুবলীগ নেতা হারুন অর রশিদ, মাহাফুজুর রহমান সোহাগ, রবিউল ইসলাম, বিধান চন্দ্র রায়, বিবেক আনন্দ রায়, জামাল হোসেন, প্রদীপ বিশ্বাস, মিজানুর রহমান, রেজাউল ইসলাম, তালিউর রহমান সানী, শারাফাত হোসেন মুক্তি, এস,এম আশফাকুর রহমান রাজিব, হারুন মোল্লা, কবির আহম্মদ মনা, নিজাম মাষ্টার, মোস্তাফিজুর রহমান আব্বাস, রাফেল হোসেন বাবু, তাপস জোয়াদ্দার, শাহানেওয়াজ কবির টিংকু, মেজবাহ উদ্দিন প্রমুখ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *