বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ঈদ সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
চলমান মহামারি করোনায় কর্মহীন নি¤œ আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় খালিশপুর থানাধীন ১০নং ওয়ার্ডে নয়াবাটি ইউনিট শাখার উদ্যোগে নি¤œ আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার মহানগর সহ সভাপতি ও খালিশপুর থানা আওয়ামী লীগের স্বাস্থ বিষয়ক সম্পাদক ডাঃ এ এস এম সায়েম মিয়ার সার্বিক তত্ববধায়নে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খালিশপুর থানা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী ফয়েজ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ১২নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নয়াবাটি ইউনিট শাখার সভাপতি শহিদুল ইসলামের সাভাপতিত্তে ও সাধারণ সম্পাদক আবুল বাশারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা।
এ সময় উপস্থিত ছিলেন, খালিশপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ জাহাঙ্গীর আলম, সংগঠনের নগর শাখার যুগ্ন সম্পাদক এস এম নূর হাসান জনি, ১০ নং ওয়ার্ড সভাপতি মুন্সি মোঃ মিলন, সহ সভাপতি মেহেদী হাসান সুমন, সিরাজুল ইসলাম, কামরুজ্জামান, বিশিষ্ট জালানী তেল ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নয়াবাটি ইউনিট শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।