বঙ্গবন্ধু যুব পরিষদ নেতা মানিককে মামলায় জড়ানোয় নিন্দা ও প্রতিবাদ
খানজাহান আলী থানা প্রতিনিধি
বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ খানজাহান আলী থানা শাখার সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী মুক্তিযোদ্ধালীগের সাবেক সদস্য সচিব মোঃ আনিসুজ্জামান মানিককে খানজাহান আলী থানায় ফৌজদারী মামলায় অন্তরভুক্ত করায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ।
গতকাল বুধবার বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ জেলা শাখার বিশেষ বর্ধিত সভা সংগঠনের সভাপতি গাজী জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা শাহীন আজাদ, মোঃ শাহ আলম মিয়া, শরীফ কারী মিজানুর রহমান, মোঃ আমিকার রহমান, এ্যাডঃ কাজী সেলিম, এ্যাডঃ ইমন চৌধুরী, ডাঃ মকিদুর রহমান, নাজমুন নাহার বেবী. হ্যাপী বেগম, নুরুল ইসলাম ঢালীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ পুর্বশত্রæতামূলকভাবে মোঃ আনিসুজ্জামানকে ষড়যন্ত্রকরে মামলায় ফাসানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার বিরুদ্ধে সকল অভিযোগ প্রত্যাহারের দাবী জাানান।
উল্লেখ্য গত ১৬ ডিসেম্বর রাতে যাব্দিপুর ইউনিয়ন কাউন্সিলের সামনে জাতীয় সংসদ নির্বাচনের অস্থায়ী কার্যালয় ভাংচুরের ঘটনার মামলায় তাকে আসামী করা হয়।