November 24, 2024
জাতীয়

বঙ্গবন্ধু মহাসড়কে ৩০ কি.মি. যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে শুক্রবার ভোর থেকে শুরু হওয়া যানজট ক্রমেই আরও দীর্ঘ হচ্ছে। শনিবার সকাল পর্যন্ত সেতুর পূর্বপ্রান্ত থেকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

যানজট নিরসনে রাত দিন মহাসড়কে থেকে দায়িত্ব পালন করছে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

মহাসড়কের সদর উপজেলার আশেকপুর, ঘারিন্দা, শিবপুর, রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি ও এলেঙ্গা এলাকায় ঘুরে এ চিত্র দেখা যায়।

যানজটের কারণে ঘরমুখো মানুষ বিশেষ করে নারী ও শিশুরা বিপাকে পড়েছেন। গন্তব্যে যেতে দুই থেকে তিন গুণ বেশি সময় লাগছে।

সকালে মহাসড়ক পরিদর্শন করে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের নেতৃত্বে যানজট নিরসনে মহাসড়কে সাত শতাধিক পুলিশ দায়িত্ব পালন করছে। তার পরও যানজটে মানুষের ভোগান্তি হওয়ায় জেলা প্রশাসনের পক্ষে দুঃখ প্রকাশ করছি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *