বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদের প্রস্তুতি সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদ বটিয়াঘাটা উপজেলা শাখা কর্তৃক অয়োজিত এক প্রস্তুতি সভা গতকাল বুধবার সকাল ১০টায় কিশোলয় আদর্শ শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষক দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে শিক্ষক সমাবেশে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নেতা মোঃ জাকির হোসেন, বাগেরহাট জেলা সভাপতি স্বপন কুমার রাহা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বটিয়াঘাটা উপজেলা শাখা সভাপতি শেখ মিজানুর রহমান, সম্পাদক খলিলুর রহমান, শিক্ষক নেতা মনিরুজ্জামান ময়না, শাহাদাত হোসেন, সুনীল কুমার মন্ডল, সিদ্ধার্থ শংকর, স্বপন কুমার ঢালী, বৃহস্পতি রায়, চন্দন কুমার রায়, সঞ্জিব কুমার মন্ডল সহ উপজেলার সকল রেজিষ্ট্রার প্রাথমিক শিক্ষক/শিক্ষিকা উপস্থিত ছিলেন। সভায় নেতৃবৃন্দ বলেন, নব জাতীয় করণকৃত প্রাথমিক বিদ্যালয় এর দাবী আদায়ের লক্ষ্যে আগামী ২৮শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে শিক্ষক সমাবেশ সফল করার লক্ষ্যে সকলকে উস্থিত থাকার আহবান জানান।