বঙ্গবন্ধু পেশাজীবী ফোরামের গিলাতলায় কম্বল বিতরণ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বঙ্গবন্ধু পেশাজীবী ফোরাম খুলনা জেলা শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ উপলক্ষে গরীব দুঃখী ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান গতকাল বিকাল ৩টায় আটরা গিলাতলা এজিএম প্রি-ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পেশাজীবি ফোরাম খুলনা জেলা শাখার সভাপতি বেগ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ মোড়ল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, প্রচার সম্পাদক এসএম মাসুম পলাশ, সহ-দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, মহিলা সম্পাদিকা জাহানারা বেগম, ফুলতলা উপজেলা শাখার সভাপতি শরিফ সরদার, সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন। এ সময় বক্তৃতা করেন মোঃ আলমগীর হোসেন আলম, মামুন, পারভেজ বেগ, মহি বেগ, বেগ খাইরুল ইসলাম, খান আবু তাহের, এরশাদ সরদার, মোরাদুল ইসলাম (গুড্ডু), মশিয়ার সরদার, আরমান ভুইয়া, বাবলু, মিতা বেগম, জলিল গাজী, ফারুক শেখ, ইকবাল হোসেন, আরিফ, শরিফুল, জাহিদ, মোল্যা জাকারিয়া, মোঃ আনোয়ার সরদার, সাগর মোল্যা প্রমুখ।