November 26, 2024
খেলাধুলা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ : সাকিব খুলনায়, ঢাকায় মুশফিক

রাজধানী লা মেরিডিয়েন হোটেলে চলছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট। প্রাথমিক বাছাইয়ের পর ১৫৭ জন খেলোয়াড়কে পাঁচ দলে ভাগ করে নেয়ার লক্ষ্যে হচ্ছে এই প্লেয়ার্স ড্রাফট। যেখানে সেরা অর্থাৎ ‘এ’ গ্রেডে রাখা হয়েছিল পাঁচ ক্রিকেটারকে। এই পাঁচজনের দুজন আবার পড়ে গেছেন একই দলে।

প্লেয়ার্স ড্রাফটে প্রথম পর্বে দ্বিতীয় ডাকের সুযোগ পেয়ে সাকিব আল হাসানকে দলে নিয়েছে জেমকন খুলনা। পরে দ্বিতীয় পর্বে নিজেদের ডাকে আরেক ‘এ’ গ্রেডের খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদকেও নিয়ে নেয় খুলনা।

এছাড়া অন্যান্য ‘এ’ গ্রেড খেলোয়াড়দের মধ্যে মুশফিকুর রহীমকে নিয়েছে বেক্সিমকো ঢাকা, তামিম ইকবাল গেছেন ফরচুন বরিশালে এবং মোস্তাফিজুর রহমানের জায়গা হয়েছে গাজী গ্রুপ চট্টগ্রামে।

মিনিস্টার গ্রুপ রাজশাহী কোনো ‘এ’ গ্রেড খেলোয়াড়কে দলে নেয়নি। তবে ‘বি’ গ্রেডে থাকা পেস বোলিং অলরাউন্ডারকে দলে নিয়েছে রাজশাহী। একসময়ের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকেও নিয়েছে রাজশাহী।

এর বাইরে বরিশালে নেয়া হয়েছে তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ ও ইরফান শুক্কুরকে। মোস্তাফিজের পর চট্টগ্রামে নেয়া হয়েছে লিটন দাস, মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকারকে। ঢাকায় মুশফিকের সঙ্গী রুবেল হোসেন।

প্লেয়ার্স ড্রাফট আপডেট

জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন এবং জহুরুল ইসলাম অমি।

বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহীম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলি।

ফরচুন বরিশাল: তামিম ইকবাল, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, মেহেদি মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম এবং সোহরাওয়ার্দি শুভ।

মিনিস্টার গ্রুপ রাজশাহী: মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকার, আনিসুল ইসলাম ইমন, রেজাউর রহমান।

গাজী গ্রুপ চট্টগ্রাম: লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *