বঙ্গবন্ধু ছিলেন নিপীড়িত মানুষের অধিকার আদায়ের শেষ আশ্রয়স্থল : সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ১৯২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুলে পড়ার সময়েই বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বের গুণাবলি বিকাশ লাভ করতে থাকে। বঙ্গবন্ধু ছিলেন বাংলার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের শেষ আশ্রয়স্থল। ১৯৪৮-৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৮’র আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৮’র আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচন এবং ৭১’র মহান মুক্তিযুদ্ধ জাতির পিতার অবিসংবাদিত নেতৃত্বে পরিচালিত হয়। তাঁর নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আমরা দৃঢ় সংকল্পে আবদ্ধ হই- বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমরা বাংলাদেশকে বিশ্বসভায় আরো উচ্চাসনে নিয়ে যাব। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে তাঁরই কন্যা জননেত্রী প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তাকে সাংগঠনিক ভাবে সহায়তা করতে হবে।
শুক্রবার বিকাল ৪টায় নগরীর নিউমার্কেট সংলগ্ন ঝিনুক হল চত্বরে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
জনসভায় আরও বক্তৃতা করেন নগর আওয়ামী লীগ নেতা শেখ হায়দার আলী, আবুল কালাম আজাদ কামাল, প্যানেল মেয়র আলী আকবর টিপু, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ, শেখ আবিদ উল্লাহ, এ্যাড, শামীম আহমেদ পলাশ, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, এ্যাড. নুর জাহান রুমী, জাহাঙ্গীর হোসেন, রুম্মান আহমেদ। জনসভায় সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা থানা আ’লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস।
সোনাডাঙ্গা থানা আ’লীগের সাধারণ সম্পাদক তসলিম আহম্মেদ আশার পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন, মল্লিক আবিদ হোসেন কবির, অধ্যক্ষ আলমগীর কবির, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মো. শাহজাদা, হাফেজ মো. শামীম, নুর মোহাম্মদ নুরু, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, শেখ মোশাররফ হোসেন, কাউন্সিলর আনিসুর রহমান বিশ^াষ, এস এম মনিরুজামান সাগর, এস এম আকিল উদ্দিন, একেএম শাহজাহান কচি, কাউন্সিলর মাহমুদা বেগম, আমির হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, এস এম রাজুল হাসান রাজু, আব্দুল কাইঊম গোরা, এজাজ পারভেজ বাপ্পী, আলি আকবর, মো. রুহুল আমীন খান, শিপন চৌধুরী, ইঞ্জিঃ আব্দুল জব্বার, তোতা মিয়া ব্যাপারী, মেহজাবিন খান, খাজা মঈন উদ্দিন, সেলিম খান মঈন, শাহাদাত হোসেন, কাজী রকিবুল হক পলাশ, হায়দার আলী খোকন, মো. রাজ্জাক হোসেন, মোস্তাক আহমেদ টুটুল, মাহাবুব মম, শেখ কুদ্দুস হোসেন, মো. সবুর হোসেন, সোহেল চৌধুরী, এ্যাড. রাকিব, এমএম মামুন, মহাদেব সাহা, মুন্সি আইউব আলী, চ ম মুজিবর রহমান, শেখ নুর ইসলাম, মো. জাহিদুল হক, শেখ আব্দুল আজিজ, মো. জাহিদুল ইসলাম, শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, সরদার আব্দুল হালিম, হাজী মোতালেব মিয়া, শেখ রুহুল আমিন, মো. জাকির হোসেন, মীর মো. লিটন, নাহিদ মুন্সি, কবির পাঠান, আঞ্জুমান আরা বেগম, নুরিনা রহমান বিউটি, জাহানারা সিরাজ, মনোয়ারা বেগম, সাহানা বানু, কহিনুর রাজ্জাক, লুৎফুন্নাহার লিলি, কবিতা আহমেদ ওসি, সাহানা বেগম, কবিতা আহমেদ, সাবিহা ইসলাম আঙ্গুরা, আসমা আহমেদ, লাকি আক্তার, তামান্না ইসলাম, রেশমা বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ