January 21, 2025
খেলাধুলা

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আবারও চ্যাম্পিয়ন ফিলিস্তিন

ক্রীড়া ডেস্ক

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ফিলিস্তিন। গতকাল শনিবার বিকেলে টুর্নামেন্টটির এবারের আসরের ফাইনালে বুরুন্ডিকে ৩-১ গোলে হারিয়ে জয় ছিনিয়ে আনে ফিলিস্তিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়ার এই টুর্নামেন্টে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুই গ্রæপে বিভক্ত হয়ে স্বাগতিক বাংলাদেশসহ ছয়টি দেশ অংশগ্রহণ করে।

এর আগে গত ৪ জানুয়ারি দুপুরে রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টের গ্রæপ ‘এ’তে বাংলাদেশের সঙ্গে জায়গা পায় ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। গ্রæপ ‘বি’ তে লড়াই করে বুরুন্ডি, সিচেলেস ও মরিশাস। এদিকে, বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে বুরুন্ডি-ফিলিস্তিনের ফাইনাল খেলা দেখতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গিয়ে হাজির হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন খেলাটির প্রথমার্ধের শেষ সময় ছিল।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *