বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবলের দুই গ্র“পে যশোর ও কুষ্টিয়া চ্যাম্পিয়ন
ক্রীড়া ডেস্ক
খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান গোল্ডকাপ (বালক-অনূর্ধ্ব-১৭) ফুটবল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা
মুজিব গোল্ডকাপ (বালিকা-অনূর্ধ্ব-১৭) ফুটবলের খুলনা বিভাগীয় পর্যায়ের
খেল সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় ছেলেদের গ্র“পে যশোর জেলা ও মেয়েদের
গ্র“পে চ্যাম্পিয়ন হয়েছে কুষ্টিয়া জেলা।
গতকাল শুক্রবার খুলনা জেলা স্টেডিয়ামে উভয় গ্র“পের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ছেলেদের ফাইনালে যশোর ২-০ গোলে খুলনা সিটি কর্পোরেশন দলকে ও মেয়েদের
ফাইনালে কুষ্টিয়া জেলা ৬-০ গোলের বিশাল ব্যবধানে খুলনা জেলা দলকে পরাজিত
করে চ্যাম্পিয়ন হয়।
সকালে ছেলেদের গ্র“পের ফাইনালে দুই দলের লড়াই ছিলো হাড্ডাহাড্ডি। খেলার ১০
মিনিটের সময় আল আমিন গোল করে দলকে এগিয়ে নেন। এরপর বেশ কয়েকটি
সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি খুলনা সিটি কর্পোরেশন। খেলার ৬৩
মিনিটে ব্যাবধান বাড়ায় যশোর। এ সময় দারুন গোল করেন নয়ন হোসেন।
শেষদিকে খুলনা একটি পেনাল্টি পেলেও ব্যবধান কমাতে পারেনি। ফলে ২-০ গোলে
হেরে রানার্স আপ হয় স্বাগতিকরা। আর শিরোপা জিতে নেয় যশোর।
প্রতিযোগিতায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন যশোরের তানভীর। আর
সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন একই দলের ।
এদিকে বিকেলে অনুষ্ঠিত মেয়েদের ফাইনালে নিশিতার দারুন হ্যাটট্রিকে
কুষ্টিয়া জেলা ৬-০ গোলে খুলনা সিটি কর্পোরেশন দলকে পরাজিত করে
চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের নিশিতা একাই চারটি গোল করেন। বাকি গোল
দ্#ু৩৯;টি আসে স্বপ্নার পা থেকে। খেলার ৬ষ্ঠ মিনিটে প্রথম গোল পেয়ে যান
নিশিতা। সতীর্থের সহযোগিতায় গোলটি করেন তিনি। তবে ৩৩ মিনিটে
অনেকটা একক প্রচেষ্টায় মাঝঝ মাঠ থেকে বল নিয়ে প্রতিপক্ষের ৩
খেলোয়াড়কে কাটিয়ে গোল করেন নিশিতা। ৩৯ মিনিটেই হ্যাটট্রিকের দেখা
পেয়ে যান কুষ্টিয়ার এই কিশোরী। ২ মিনিট পরেই আবারও গোল পায় কুষ্টিয়া।
এবার গোল করেন স্বপ্না। খেলার ৪৪ মিনিটে নিজের চতুর্থ আর দলের পঞ্চম
গোলটি করেন নিশিতা। তখনো উৎসবের খানিকটা বাকি ছিলো কুষ্টিয়ার।
৪৯ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের ৬ষ্ঠ গোলটি করেন স্বপ্না।
প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় নির্বাচিত বিজয়ী
দলের নিশিথা।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে
পুরস্কার সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা বিভাগীয়
কমিশনার লোকমান হোসেন মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্থানীয়ভাবে
খেলা পরিচালনার করেছে খুলনা জেলা ক্রীড়া অফিস। যার সার্বিক দায়িত্বে
ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান।