January 23, 2025
আঞ্চলিক

বঙ্গবন্ধু এদেশের মানুষের কল্যাণের জন্য আমৃত্যু কাজ করেছেন : শেখ হারুন

খবর বিজ্ঞপ্তি

গতকাল শনিবার মুজিব শতবর্ষ উপলক্ষে দারোগাপাড়া কল্যাণ সমিতির উদ্দ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের কল্যাণের জন্য আমৃত্যু কাজ করেছেন। তিনি স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে সোনার বাংলা রুপে গড়ে তুলতে। তাই আমাদের সকলকে তার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের নবক নির্বাচিত সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি ও সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম। ৩০নং ওয়ার্ড কাউন্সিলর এস.এম মোজাফফ্র রশিদী রেজার সভাপতিত্বে ও এ্যাড. এ কে এম শাহাজান কচির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরফুদ্দিন বিশ^াস বাচ্চু, সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম রচি, খুলনা জেলা পরিষদ সদস্য চৌধুরী মোঃ রায়হান ফরিদ, পাপিয়া সরোয়ার, মাহাফুজুর রহমান সোহাগ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, তাপস জোয়ার্দার, দ্বীপ পান্ডে বিশ^, জাকিয়ার রহমান ওমান, তানভীর রহমান আকাশ, কাজী নাজিব, চিশতী নাজমুল  বাসার, শাহিন আলম রাজ, মোঃ কবিরুল ইসলাম, মফিজুর রহমান মুন্না, রাকিব মাহমুদ, খান আলামিন প্রমুখ।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *